গাজায় গণহত্যা বন্ধ ও ভারতে বিতর্কিত ওয়াকফ বিল বাতিলের জোর দাবি

1

রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশ এর আয়োজনে গত ৭ এপ্রিল নগরীর মুরাদপুর চত্বরে ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধ ও ভারতের বিতর্কিত ওয়াকফ বিল বাতিলের দাবিতে আল্লামা ইউনুস রজভীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাবেতার মহাসচিব মাওলানা ইকবাল হোসাইন আল কাদেরীর সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, আমেরিকার মদদে ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের গাজায় নির্বিচারে গণহত্যার দায়ে ইসরাইলকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি করতে হবে। এ বিষয়ে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। সমাবেশে রাষ্ট্রীয়ভাবে ইসরাইলি পণ্য বর্জন করার আহবান জানান। এছাড়াও সম্প্রতি ভারতের সংসদে অনুমোদিত মুসলিম স্বার্থ বিরোধী বিতর্কিত ওয়াকফ বিল বাতিলের ও দাবি জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শায়খুল হাদিস আল্লামা আশরাফুজজামান আল কাদেরী, আল্লামা জোবাইর রজভী, মাওলানা আহমদ রেজা নকশেবন্দী, মাওলানা নিজাম উদ্দিন কাদেরী, জসীম জসিম উদ্দিন কাদেরী, আহমদ উল্লাহ ফুরকান কাদেরী, মাওলানা নুরুল আলম সাবেরী, মাওলানা সৈয়দ পেয়ার মোহাম্মদ, মাওলানা আবুল কাশেম তাহেরী, মাওলানা মুখতার আহমদ রজভী, মাওলানা হাফেজ এনাম কাদেরী, মাওলানা গিয়াস উদ্দিন কাদেরী, মাওলানা আবুল হাশেম, মাওলানা আব্দুল্লাহ আল জাবের প্রমুখ। বিক্ষোভ সমাবেশের পূর্বে বিকাল তিনটায় জামেয়া আহমদিয়া দায়েম নাজির জামে মসজিদে ফিলিস্তিনিদের উপর আল্লাহর সাহায্য এবং ইসলামের শত্রুদের ধ্বংস কামনা করে দরুদে সাইফুল্লাহ পাঠ করে মোনাজাত করা হয়। পরে এক বিশাল বিক্ষোভ মিছিল জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার গেইট হতে মুরাদপুরসহ এলাকার বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। বিজ্ঞপ্তি