‘গাজায় গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বের ভূমিকা রাখা উচিত’

1

ইসরাইলি বর্বরতায় নিহত ফিলিস্তিনিদের রুহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় ১১ এপ্রিল বাদে জুমা নগরীর ১৩নং পাহাড়তলী ওয়ার্ডস্থ কাঠাল বাগান জামে মসজিদে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম দুলালের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে গণহত্যার শিকার নিরীহ গাজাবাসীর জন্য বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা এবং শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মোমিনুল হক।
এসময় জাহাঙ্গীর আলম দুলাল বলেন, স¤প্রতি ফিলিস্তিনের গাজায় নির্মম গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে বর্বর ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ গাজায় খাদ্য ও পানীয় সরবরাহ বন্ধ করে দিয়ে নজিরবিহীন মানবিক বিপর্যয় সৃষ্টি এবং গাজাবাসীকে দুর্ভিক্ষের মুখে ফেলেছে। ইতিহাসের জঘন্যতম বর্বরোচিত গণহত্যায় মুসলিম বিশ্বে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বের জোরালো ভূমিকা রাখা উচিত। আমরা ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনের জনগণের প্রতি গভীর শোক, সমবেদনা ও সহমর্মিতা জানাই। সেই সঙ্গে ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও সহমর্মিতা জানাতে গিয়ে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষয়ক্ষতি না হয়, সে বিষয়েও সতর্ক ও সজাগ থাকার আহবান জানাচ্ছি।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খুলশী থানা বিএনপি নেতা আমান উল্লাহ আমান, মো. কামাল উদ্দীন, মো. সালাউদ্দিন, আবুল বাশার আদর, মো. রেজাউল, মো. সেলিম, মো. নাসির উদ্দীন, আবদুস সবুর, মো. স্বপন প্রমুখ। বিজ্ঞপ্তি