গাজায় গণহত্যায় ক্ষোভ বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর

1

নিজস্ব প্রতিবেদক

ফিলিস্তিনে গণহত্যকারী ইসরায়েলবিরোধী বিক্ষোভ কর্মসূচি থেকে নগরীর জিইসি মোড়ে কেএফসি রেস্তোরাঁ, পিৎজা হাট এবং কোকাকোলার সাইনবোর্ড সম্বলিত একটি ভবনে ইট-পাটকেল এবং জুতা নিক্ষেপ করা হয়েছে। এতে ওই রেস্তোরাঁ এবং ভবনের সামনের অংশের কাঁচ ভেঙে যায়। পাশাপাশি বাটা জুতার শো-রুমেও লুটপাট করেছে দুর্বৃত্তরা। এছাড়াও নগরীর কাজীর দেউড়ি এলাকায় ব্র্যাক ব্যাংকের শাখা ভাঙচুরের চেষ্টা করেছে বিক্ষোভকারীরা। গতকাল সোমবার বিকেল সোয়া চারটার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে গতকাল সোমবার বিশ্বব্যাপী হরতাল পালনের আহবান জানিয়েছিলেন নিপীড়িত গাজাবাসী। গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের সব দেশে একযোগে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি পালিত হয়েছে। ওই কর্মসূচির অংশ হিসেবে নগরীতে সকাল থেকে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সংগঠন ও রাজনৈতিক দল গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে। বিকেল সাড়ে তিনটার দিকে নগরীর দুই নম্বর গেট বিপ্লব উদ্যানের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইনকিলাব মঞ্চ ও হেফাজত ইসলামের পাঁচলাইশ থানা শাখার উদ্যোগে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল জিইসির দিকে রওয়ানা হয়। এতে সাধারণ মানুষ এবং হাজারেরও বেশি শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিকেল সোয়া চারটার দিকে মিছিলটি নাসিরাবাদ অতিক্রম করার পরই সানমার ওশান সিটি শপিংমল সংলগ্ন কেএফসি রেস্তোরাঁর সামনে থেমে যায়। একপর্যায়ে মিছিল থেকে জুতা ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে রেস্তোরাঁর সামনের অংশের কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। এরপর মিছিলটি জিইসি মোড় থেকে দুই নম্বর গেটের দিকে অগ্রসর হয়ে আবার ফিরে আসে। এ অবস্থায় জিইসি মোড়ের পাশে পিৎজা হাট রেস্টুরেন্ট এবং হোটেল জামান সংলগ্ন পাঁচলাইশ ট্রাফিক পুলিশ পরিদর্শকের কার্যালয়ের ওপরে একটি ভবনে থাকা ‘কোকাকোলা’র সাইনবোর্ডে ইট-পাটকেল নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা। এ সময় ওই ভবনের কাঁচও ভেঙে পড়ে যায়। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর মিছিলটি দুই নম্বর গেট অভিমুখে যাত্রা করে।
একইভাবে জিইসি বাটা জুতার শো-রুমে লুটপাট চালিয়ে জুতাসহ বিভিন্ন পণ্য নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে ঘটনাস্থল থেকে কারও নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও, বিকেল সাড়ে চারটার দিকে কাজীর দেউড়ী এলাকায় ব্র্যাক ব্যাংকের শাখা ভাঙচুরের চেষ্টা করে বিক্ষোভকারীরা। এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে সেখান থেকে সরে যায়।