বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) গাজা উপত্যকায় তাদের কর্মীদের চলাচল বন্ধ ঘোষণা করেছে। সংস্থাটির একটি গাড়ি ইসরায়েল-নিয়ন্ত্রিত তল্লাশি চৌকির কয়েক মিটার দূরে বন্দুক হামলার শিকার হওয়ার পর এমন ঘোষণা এলো। মঙ্গলবার রাতে ডব্লিউএফপির যানবাহন ওয়াদি গাজা ব্রিজ তল্লাশি চৌকির দিকে গেলে হামলার শিকার হয়। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, গাড়িতে থাকা কোনো কর্মী শারীরিকভাবে আহত হননি।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এই হামলার জন্য ইসরায়েলের নিন্দা জানিয়েছেন। তিনি নিউইয়র্কে সাংবাদিকদের বলেন, ত্রাণের গাড়িটিতে ১০ বার ইসরায়েলি গুলি আঘাত করে। সামনের জানালা লক্ষ্য করে বুলেট ছোড়া হয়। পাঁচটি বুলেট চালকের পাশের দিকে লাগে এবং কয়েকটি লাগে উইন্ডস্ক্রিনে। কর্মীদের বহন করা ত্রাণের গাড়িটি কারেম আবু সালেম থেকে ফিরছিল।