গাজায় ইসরায়েলি আগ্রাসনে মরক্কোর নেপথ্য সহযোগিতা

0

গাজায় চলমান ইসরায়েলি সামরিক আগ্রাসনে নেপথ্য সহযোগিতার অভিযোগ উঠেছে মরক্কোর বিরুদ্ধে। জনমতের তীব্র বিরোধিতা সত্তে¡ও দেশটির বিভিন্ন বন্দর দিয়ে ইসরায়েলে সামরিক সরঞ্জাম পরিবহন অব্যাহত রয়েছে। ডেনমার্কভিত্তিক শিপিং জায়ান্ট মায়ের্স্ক এসব অস্ত্র পরিবহনে প্রধান ভূমিকা রাখছে বলে অভিযোগ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।
এই পরিবহনের মূল কেন্দ্রে রয়েছে মরক্কোর তাঞ্জিয়ার মেড ও কাসাব্লাঙ্কা বন্দর। সেখান থেকে অস্ত্র, বিশেষ করে এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ, মায়ের্স্কের জাহাজে করে ইসরায়েলের হাইফা বন্দরে পৌঁছায়। তারপর এসব সামরিক মালামাল নেওয়া হয় নেভাতিম বিমানঘাঁটিতে, যেখান থেকে গাজায় বিমান হামলা চালানো হয়। প্রকাশিত তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের হিউস্টন বন্দর থেকে শুরু হওয়া একটি অস্ত্রবাহী চালান তাঞ্জিয়ারে এসে নেক্সো মায়ের্স্ক নামক আরেকটি জাহাজে স্থানান্তরিত হয়। এরপর তা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে পৌঁছে যায় ইসরায়েলে। খবর ছড়িয়ে পড়ার পর মরক্কোর বিভিন্ন বন্দরে বিক্ষোভ শুরু হয়। অন্তত আটজন ডক শ্রমিক পদত্যাগ করেন। নভেম্বরে স্পেনে মায়ের্স্কের দুটি কার্গো জাহাজকে ইসরায়েলে অস্ত্র বহনের অভিযোগে নোঙর করতে দেওয়া হয়নি। এরপর থেকেই মরক্কো হয়ে এই ট্রানজিট বেড়ে যায়। ডেনমার্কভিত্তিক সেন্টার ডেলাসের গবেষক আলেজান্দ্রো পোজো বলেন, “মরক্কো-স্পেন রুট এখন নিয়মিত অস্ত্র পরিবহনের জন্য ব্যবহৃত হচ্ছে।”