গাছবাড়িয়া হাশিমপুর বরুমতি মহাশশ্মানের উন্নয়ন কাজের উদ্বোধন

1

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশের গাছবাড়িয়া হাশিমপুর মহাশশ্মান উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান। গত রবিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন মাজার পয়েন্ট ব্রিজের পূর্ব পাশে মহাশশ্মানের কাজের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকাশ ধর। এই উপলক্ষে আয়োজিত আলোচনায় সভায় অংশ নেন মানস ধর, জহরলাল দত্ত, শিক্ষক বিজয় কৃষ্ণ ধর, শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার ধর, ডা. বিধান ধর, প্রকৌশলী ভব শংকর ধর, কৃষ্ণ ধর, ডা. প্রিয়তোষ ধর, শিক্ষক সাধন দে, নিমাই দে, রাজীব ধর, সঞ্জীব ধর, শুনীল ধর, স্বপন দে, দিলু দে, রিমন ধর, দিপক ধর, টিটু দে, রনি ধর, জয় দে প্রমুখ।