গাছবাড়িয়া সরকারি কলেজে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

1

চন্দনাইশ প্রতিনিধি

দেশব্যাপী চলমান তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে চন্দনাইশ গাছবাড়ীয়া সরকারি কলেজে ২ দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত ৫ ও ৬ ফেব্রুয়ারি সকালে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর সহযোগিতায় তারুণ্যের উৎসব’র আলোকে ‘উদ্যোক্তা ও উদ্ভাবন মেলা’ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। প্রথমদিনে পিঠা উৎসব, বালক-বালিকা পৃথক পৃথক উচ্চ লাফ, দীর্ঘ লাফ, ১০০,২০০,৪০০ মিটার দৌড়, ক্যারাম, দাবাসহ ১৬টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত ৬ ফেব্রæয়ারি সমাপনী দিনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা তারুণ্য উৎসবের আহবায়ক অধ্যাপক মোহাম্মদ হাসান ছরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর রনজিৎ কুমার দত্ত, বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. সুব্রত বরণ বড়ুয়া, অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন শিক্ষক পরিষদ সম্পাদক অধ্যাপক যথাক্রমে সাইফুদ্দিন, ইলিয়াস মিয়া, সাইফুল্লাহিল হোসাইন চৌধুরী, ড. সৌমেন বড়ুয়া, ড. মাসুমা বেগম, সাফিয়া বিনতে শফি, প্রভাষক যথাক্রমে উজ্জ্বল বড়ুয়া, মো. সোহেল, জান্নাতুল নাঈম, বাহা উদ্দিন প্রমুখ।