পীরে কামেল শামসুল উলামা শায়খুল মাশায়েখ আল্লামা আজিজুল হক আল কাদেরী (রহ.) প্রতিষ্ঠিত আনজুমানে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশ এর ব্যবস্থাপনায় আগামী ১১ ডিসেম্বর বিকাল ৩টায় নগরীর মুরাদপুরস্থ এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে গাউসুল আযম সৈয়দ আবদুল কাদের জিলানী (রা.) স্মরণে ইমামুল আউলিয়া গাউসুল আযম কনফারেন্স-২০২৪ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রস্তুতি সভা ২৩ নভেম্বর বিকেলে নগরীর আন্দরকিল্লা টিএন্ডটি রোড আজিজিয়া কাজেমী কমপ্লেক্স ট্রাস্ট ভবনস্থ খানকায়ে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া আলিয়া শরিফে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন দরবারে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া আলিয়া শরিফের সাজ্জাদানশিন ছিপাতলী জামেয়া গাউসিয়া মুঈনীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ পীরে তরিকত আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী (মজিআ)।
তিনি বলেন, ইসলামের ক্রান্তিলগ্নে মুমূর্ষু ইসলামের কাক্সিক্ষত পুনরুজ্জীবন ঘটিয়েছেন ইমামুল আউলিয়া গাউসুল আযম সৈয়দ আবদুল কাদের জিলানী (রা.)। যুগে যুগে অনেক গাউসুল আযমের আবির্ভাব ঘটবে। কিন্তু ইমামুল আউলিয়া গাউসুল আযম (রা.) হলেন একজনই। তিনি হলেন গাউসে পাক সৈয়দ মীর মুহিউদ্দীন আবদুল কাদের জিলানী (রা.)।
আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মৌলভী মুহাম্মদ মাহবুবুল আলম, হাজী মুহাম্মদ জয়নাল আবেদীন, মাওলানা ফখরুদ্দীন চাঁদপুরী, মাওলানা রেজাউল করিম তালুকদার, মাওলানা সৈয়দ শরিফুদ্দীন আনসারী, মাওলানা বেলাল উদ্দিন নোমানী, মাওলানা জয়নাল আবেদীন, মুহাম্মদ আলী, শাহজাদা মুহাম্মদ মঈন উদ্দিন, মুহাম্মদ আবদুল হালীম, মাওলানা জাসেদুল ইসলাম, মাওলানা মুহাম্মদ আদনান, মুহাম্মদ মামুন, শাহজাদা মাওলানা মুফতী খাজা আহমদ, মুহাম্মদ নুরুল ইসলাম, মুহাম্মদ কামাল উদ্দীন তৈয়ব প্রমুখ। মিলাদ কিয়াম শেষে দেশ জাতির শান্তি কল্যাণ সমৃদ্ধি এবং বিশ্বের নিপীড়িত মানবতার পরিত্রাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী (মজিআ)। বিজ্ঞপ্তি