গাউসিয়া কমিটি বাংলাদেশ মোহরা ওয়ার্ডের উদ্যোগে মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালি গত ৬ সেপ্টেম্বর বাদ জুমা কালুরঘাট তৈয়্যবিয়া জামে মসজিদ হতে শুরু করে কাপ্তাই রাস্তার মাথায় গিয়ে শেষ হয়। র্যালিশেষে এক সমাবেশ গাউসিয়া কমিটি বাংলাদেশ মোহরা ওয়ার্ডের সভাপতি জাহাঙ্গীর আলম কোম্পানির সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন তৈয়্যবিয়া জামে মসজিদের খতিব মাওলানা মোর্শেদুল কাদেরী, মোহরা ওয়ার্ড গাউসিয়া কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ মুহাম্মদ মান্নান, সহ-সভাপতি আলহাজ মুহাম্মদ লোকমান, সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম বেলাল, দা’ওয়াতে খা’য়র সম্পাদক মাওলানা ইমাম হোসাইন কাদেরী, হাজী বাড়ি জামে মসজিদ এর খতিব মাওলানা আবু তাহের, পাঠানপাড়া জামে মসজিদের খতিব মাওলানা খলিলুর রহমান, মুহাম্মদ আল আমিন রেজা প্রমুখ। বিজ্ঞপ্তি