গাউসিয়া কমিটি জামাল খান শাখার বই বিতরণ

1

কদম মোবারক শাহী জামে মসজিদে গাউসিয়া কমিটি জামাল খান ওয়ার্ড শাখার উদ্যোগে হযরত আব্দুর রহমান চৌহরভী (র.) এর ওরশ মোবারক উপলক্ষে ২৫ মে এতিমদের মাঝে বই বিতরণ অনুষ্ঠান ইমরান হোসেন জুয়েল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কদম মোবারক শাহী জামে মসজিদের ইমাম মাওলানা জুবায়ের হোসেন, মাওলানা মো. শহিদ, খাদেম মো. ইব্রাহিম, মো. হাসেম প্রমুখ। এসময় এতিমদের মাঝে বই বিতরণ করেন ইমরান হোসেন জুয়েল। বিজ্ঞপ্তি