গাউছুল আজম মাইজভান্ডারীর ওরশ উপলক্ষে সমন্বয় সভা

1

আগামি ১০ মাঘ হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক.) এঁর ১১৯তম বার্ষিক ওরশ সফল করার লক্ষ্যে হযরত গাউছুল আজম মাইজভান্ডারীর তরিকা ও আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী (শাহ এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের উদ্যোগে সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ নভেম্বর ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে সাংগঠনিক সমন্বয় সভায় উপস্থিত হয়ে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (ম.) এবং প্রধান আলোচক ছিলেন নায়েব সাজ্জাদানশীন, মোন্তাজেম ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী।
আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী (শাহ এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সভাপতি হুমায়ুন কবির চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ ও দপ্তর সম্পাদক আবদুল করিমের সঞ্চালনায় সাংগঠনিক সমন্বয় সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কার্যকরী সংসদের যুগ্ম-সচিব অধ্যাপক মুহাম্মদ মেজবাউল আলম ভূঁইয়া, চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের দারুততায়ালীমের সম্পাদক মাওলানা মুহাম্মদ আবুল মনছুর ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী।
সাংগঠনিক সমন্বয় সভায় উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মানাওয়ার হোসাইন, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ এনামুল হক বাবুল, দপ্তর ও পাঠাগার সম্পাদক মুহাম্মদ আহসানুল হক বাদল, সমাজকল্যাণ সম্পাদক মহিউদ্দীন এনায়েত, চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের কোষাধ্যক্ষ এ.এম. কামাল উদ্দীন, দারুত তায়ালীম সম্পাদক মওলানা মুহাম্মদ সালাহ উদ্দীন, জনসংযোগ ও প্রচার সম্পাদক নুরুল কবির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খায়রুল ইসলাম সুজন ও ব্রিটেনের মিনিস্ট্রি অব জাস্টিজের মুসলিম চ্যাপলেইন শায়খ মুহাম্মদ মুহিউদ্দীন আযহারী।
প্রধান আলোচকের বক্তব্যে নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী আগামি ১০ মাঘ (২৪ জানুয়ারি) গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (ম.)’র আয়োজন ও ব্যবস্থাপনায় মাইজভান্ডারী তরিকার প্রবর্তক হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক.) এঁর ১১৯তম বার্ষিক ওরশ সফল করার লক্ষ্যে সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি