গাউছুল আজম মাইজভান্ডারীর চাহরম অনুষ্ঠিত

1

মাইজভান্ডার দরবার শরীফের অধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা ও মাইজভান্ডারী তরিকার মহান প্রবর্তক খাতেমুল অলদ, খাতেমুল বেলায়ত, গাউছুল আজম মাইজভান্ডারী হজরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.)-এর ১১৯-তম ওরশ শরীফের চাহরম (৪ দিনের ফাতেহা) মাইজভান্ডার শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিলে অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী কোরআনখানি, জিকির-আজগর, বাদ মাগরিব মিলাদুন্নবী (দ.) ও তাওয়াল্লোদে গাউছিয়া অনুষ্ঠিত হয়। দেশ, জাতি ও বিশ্বমানবতার কল্যাণ কামনায় মোনাজাত করেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীন আলহাজ্ব শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী (ম.)। এ সময় উপস্থিত ছিলেন নায়েব মোন্তাজেম শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম (রুবাব) মাইজভান্ডারী, শাহজাদা ডা. সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারীসহ আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারীর বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।