গাউছিয়া হক মনজিলে বাবা ভান্ডারীর ওরশ উদযাপন

9

বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা,বিশ^সমাদৃত ত্বরিকায়ে মাইজভান্ডারীর দিকপাল আওলাদে গাউছে মাইজভান্ডারী শাহসূফি সৈয়দ গোলামুর রহমান(ক.) প্রকাশ বাবা ভান্ডারীর ৮৮তম ওরশ শরীফ ৫ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। দুইদিনব্যাপী এই পবিত্র ওরশ শরীফ নানা কর্মসূচির মাধ্যমে শেষ হয়েছে। বাদে ফজর বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) এর মাজার শরীফ এ গিলাফ শরীফ চড়ানো,ফুল-আতর ছিটানো ও মিলাদ কেয়াম মুনাজাত এর মধ্যে দিয়ে মহান ২২ চৈত্র ওরশ শরীফ এর আনুষ্ঠানিকতা শুরু হয়। পরবর্তীতে আওলাদে পাকগণ ও আশেক ভক্ত জায়েরীণদের নিয়ে গাউসুল আজম হযরত সৈয়দ আহামদ উল্লাহ মাইজভান্ডারী (কঃ), গাউসুল আজম বিল বেরাসত হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী (কঃ) এবং অছিয়ে গাউসুল আজম হযরত সৈয়দ দেলাওর হোসাইন মাইজভান্ডারী (কঃ)-র রওজা শরীফ জেয়ারতে অংশ নেন ও মুনাজাত পরিচালনা করেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটির কর্মকর্তারা। পবিত্র আখেরী জুমার নামাজ শেষে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) এর মাজার শরীফে মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে ছদরত করেন গাউসুল আযম হযরত সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভন্ডারী (কঃ) এর প্র-পৌত্র বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর (কঃ) একমাত্র পুত্র মাইজভান্ডার শরিফ গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন আওলাদে রাসূল, আওলাদে গাউসুল আযম রাহবারে আলম শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (মজিআ)।