ফটিকছড়ি দক্ষিণ ধর্মপুর মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটির উদ্যাগে দক্ষিণ ধর্মপুর শাহী জামে মসজিদ ও ফরাঙ্গীরখীল গৌতম মনি বিহার (মন্দিরে) হ্যান্ড স্যানিটাইজার ও টিস্যু বক্স বিতরণ করা হয়েছে। গত শুক্রবার বিকালে এ কর্মসুচী পালিত হয়। মসজিদের পেশ ইমাম মাওলনা আব্দুল মন্নান আনছারি ও ফরাঙ্গীরখিল গৌতম মুণি বিহারের সেবক অধ্যক্ষ ভদন্ত দীপানন্দ স্থবির’কে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় ব্যাংকার জাহেদুল আলম, মো. মাসুদ, সাব্বীর আলম, রাজু বড়ুয়া উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি