রাউজান প্রতিনিধি
রাউজানে রাতের অন্ধকারে ঘরে ঘরে ত্রাণ সামগ্রী বিতরণ করে এলাকায় বেশ প্রশংসিত সামাজিক সংগঠন গহিরা মাইজপাড়া সমাজ কল্যাণ সমিতি ও যুবসমাজ, এই সংগঠনের পক্ষ থেকে এলাকার গরিব দুস্থ ও অসহায় মানুষের মাঝে ২ সেপ্টেম্বর সোমবার রাতে গহিরা মাইজপাড়া এলাকায় ২০০ পরিবাবের মাঝে ১৫কেজি চাল, ১ কেজি ডাল, ১কেজি আলু, ১ কেজি পিঁয়াজ, ১লিটার তেল, ১কেজি লবণসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন গহিরা মাইজপাড়া সমাজ কল্যাণ সমিতি ও গহিরা মাইজপাড়া যুবসমাজের কর্মকর্তারা। এই সময় গহিরা মাইজপাড়া সমাজ কল্যাণ সমিতি ও গহিরা মাইজপাড়া যুবসমাজের কর্মকর্তারা উপস্থিতি থেকে কার্যক্রম সম্পন্ন করেন। এর আগে ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়িতে বন্যায় কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করে সংগঠনটি।