আনোয়ারার ২ নম্বর ওয়ার্ড এলাকায় গলায় ফাঁস দিয়ে কাদের খান (৬০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার বিকালে স্থানীয় কানু চৌকিদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন কাদের খান। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। খবর বাংলানিউজের
নিহত কাদের খান কানু চৌকিদারের বাড়ির মো. ইসমাইল খানের ছেলে
বলে জানান এ পুলিশ কর্মকর্তা।