গরুবাহী গাড়ি থেকে বিএনপি নেতার চাঁদা দাবি

1

ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজারের রামুর রশিদ নগরে ঈদগাঁও বাজারগামী গরুবাহী গাড়ি আটকিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। গত শনিবার বিকাল ৩ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার-মহাসড়কের রামুর রশিদ নগর মামুন মিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
গরু ব্যবসায়ী বাদশাহ জানান, ৩০ ইসিবি থেকে গরু নিয়ে ঈদগাঁও বাজার যাওয়ার পথে রশিদ নগর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের নেতৃত্বে একটি চক্র গরুবাহী গাড়ির গতিরোধ করেন। এরপর মোটা অংকের চাঁদা দাবি করেন। এক পর্যায়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছলে তারা পালিয়ে যায়।
ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি এই অভিযোগ ষড়যন্ত্র দাবি করলেও, গাড়ি আটকিয়ে কাগজপত্র দেখার কথা স্বীকার করেন।
জানতে চাইলে ঈদগাঁও বাজার ইজারাদার আবদুর রহিম এই ঘটনা শুনেছেন বলে জানান।
রামু থানার ওসি তৈয়বুর রহমান জানান, তিনি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন।