আফ্রিকার মোজাম্বিকে সম্প্রতি বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীদের উপর হামলা, জুলুম, নির্যাতন ও লুটপাট থেকে উত্তরণের লক্ষ্যে বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়ন আহলে সুন্নত ওয়াল জামায়াতের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আহলে সুন্নত ওয়াল জামাত সভাপতি ও হযরত আবু বকর ছিদ্দিক সুন্নিয়া দাখিল মাদ্রাসার পরিচালক মৌলানা মোজাম্মেল হকের সভাপতিত্বে গতকাল শনিবার গন্ডামারা ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী আহলে সুন্নাত ওয়াল জামাতের লিয়াজো কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল মালেক আশরাফী, বিশেষ অতিথি ছিলেন গন্ডামারা ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাতের উপদেষ্টা মাওলানা আব্দুস সাত্তার নুরী, কাগতিয়া এশায়াতুল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দেস মাওলানা সেকান্দর হোসেন আজমী, গন্ডামারা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপদেষ্টা আব্দুস সাত্তার হোসাইনী। বক্তব্য দেন মোহাম্মদ নুরুল হক সিকদার, মোহাম্মদ নুরুল কাদের, মাওলানা মনসুর আলম, মাওলানা ওবায়দুল্লাহ তাহেরী, হাফেজ নুরুল মোস্তফা, হাফেজ ফোরকান, মৌলানা এয়ার আলী রজবী প্রমুখ। বিজ্ঞপ্তি