বাংলাদেশ জামায়াতে ইসলামী আমিলাইষ ইউনিয়নের আয়োজনে মহান বিজয় দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি হিলমিলি, পশ্চিম ডলু, দক্ষিণ, মাধ্যম, পূর্ব ও পশ্চিম আমিলাইষ থেকে সরওয়ার বাজার, খোদার হাট প্রদক্ষিণ করেন। আমিলাইষ ইউনিয়ন সভাপতি মোজাম্মেলের হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আরিফুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও কাঞ্চনা ইউনিয়ন সভাপতি মাওলানা আবু তাহের, চট্টগ্রাম দক্ষিণ জেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ আয়ূব আলী, সাবেক ইউপি সভাপতি মাওলানা আবুল হাশেম, ইউনিয়ন শ্রমিক কল্যাণ সেক্রেটারি শহীদুল আলম, সাবেক ছাত্র নেতা সৈয়দ হোসেন, এস এম কামরুজ্জামান, ইউপি বায়তুল মাল সেক্রেটারি আবসার উদ্দিন, টিম সদস্য মোহাম্মদ সেলিম প্রমুখ। ইউপি সেক্রেটারি সাইয়েদ হাছনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি সেক্রেটারি ও দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ। বক্তারা বলেন, গত ১৭ বছরে মানুষের কথা বলার, স্বাধীনভাবে চলাফেরা ও সভা-সমাবেশ, মিছিলসহ প্রতিবাদ করার অধিকার ছিলোনা। গত ৫ আগষ্টের পর মানুষ মুক্তভাবে কথা বলছে। সুন্দর জীবন যাপন করছে। বিজ্ঞপ্তি