গতকালকের প্রথম খেলা বেসিক একাডেমি বনাম কোয়ালিটি ক্রিকেট একাডেমি

1

বৃষ্টির কারণে খেলা ৫ ওভারে অনুষ্ঠিত হয়। কোয়ালিটি একাডেমি আগে ব্যাট করে ২৪/৪ (৫ ওভারে) রান করে। বেসিক ক্রিকেট একাডেমি ২৫/৩ (৪.২ ওভার)। বেসিক ক্রিকেট একাডেমি ৭ উইকেটে জয়লাভ করে। ম্যান অব দ্যা ম্যাচ বেসিক ক্রিকেট একাডেমির ইসরাক মাহমুদ নিহাদ (৭ বলে ৭ রান অপরাজিত, সাথে ১ ওভারে ২ রান দিয়ে ১ উইকেট)। তাকে ম্যান অব দ্যা ম্যাচ তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক খেলোয়াড় ও কোচ মাসুম উদ্দ্যল্লাহ।
দিনের দ্বিতীয় খেলায় বন্দর ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট একাডেমি আগে ব্যাট করে ১২৬/৪ রান করে। সি এস ক্রিকেট একাডেমি ১৯.২ বলে ১২৭/৮ উইকেট। ফলাফল : সিএস ক্রিকেট একাডেমি ২ উইকেটে জয়লাভ করে। ম্যান অব দ্যা ম্যাচ সিএস ক্রিকেট একাডেমির জুনায়েদ (২৪ রান কওে, সাথে ৪ ওভারে ২৩ রান দিয়ে ১ উইকেট )। তাকে ম্যান অব দ্যা ম্যাচ পুরষ্কার তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক খেলোয়াড় মনসুরুল হক প্রিন্স।