গত ১৩ এপ্রিল চকবাজার অস্থায়ী কার্যালয়ে গণ অধিকার চর্চা কেন্দ্রের প্রতিনিধি সভা ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গণ অধিকার চর্চা কেন্দ্রের সদস্য সচিব মশিউর রহমান খানের সঞ্চালনায় প্রতিনিধি সভায় প্রধান বক্তা ছিলেন বাসদ (মার্কসবাদী) চট্টগ্রামের সমন্বয়ক শফিউদ্দিন কবির আবিদ, প্রজন্ম চট্টগ্রামের নির্বাহী চৌধুরী জসিমুল হক, বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী সিঞ্চন ভৌমিক, বাংলা প্রচলন উদ্যোগের নেতা মুক্তিযোদ্ধা শফি খান, যুব নেতা মো. এনায়েত হোসেন, জাসদ নেতা আব্দুল মাবুদ, সাংবাদিক হাকিম মোল্লা, রেজাউল করিম, মো. হারুনুর রশিদ, মীর সাকিব হোসেন, এম কাইছার উদ্দীন প্রমুখ। সভায় আগামী ২১ এপ্রিল সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তি