গণি কন্ট্রাক্টর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

27

 

পাঁচলাইশ ক্রিকেট অ্যাকাডেমি ও তরুণমেলা আয়োজিত আলহাজ্ব আবদুল গণি কন্ট্রাক্টর স্মৃতি অনূর্ধ্ব-১৪ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে উদীয়মান ক্রিকেট অ্যাকাডেমি। গতকাল ওয়াজেদিয়া-অনন্যা সড়ক সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় উদীয়মান ৬ রানে পাঁচলাইশ ক্রিকেট অ্যাকাডেমিকে পরাজিত করে। টসে জিতে উদীয়মান আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে। তাসিন ৩০, রিদুয়ান ২১, আরাফাত ২৩, আফ্রিদি ১৪ রান করেন। সাদিল ও মারুফ ৩টি করে এবং রিফাত ২ উইকেট পায়। জবাবে ব্যাট করতে নেমে পাঁচলাইশ ১৯.৫ ওভারে ১৫৯ রানে সবকয়টি উইকেট হারায়। রাফি ৭৪, নিজাম ২৭, জাহেদ ১১ রান করেন। ইমন ২টি উইকেট পায়। ম্যাচসেরা পুরস্কার পায় তাসিন ও রাফি, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয় জাহেদ। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান লিয়াকত আরী জসিমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর পদপ্রার্থী জসিম উদ্দিন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার মো. সাইফু, সমাজসেবক ও রাজনীতিবিদ মো. ইসমাইল, ডা. মো. ইদ্রিস, ওসমান আলী সেকুন, শুভ মল্লিক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সুলাইমান বাদশা। বিজ্ঞপ্তি