মার্কিন কংগ্রেসের সদস্যদের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ করছে ইসরায়েল। যাতে তারা দক্ষিণ আফ্রিকার ওপর চাপ প্রয়োগ করে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) দায়ের করা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা প্রত্যাহারের চেষ্টা করে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস ও ইসরায়েলি ওয়াল্লার প্রতিবেদনে এই খবর জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় গোপন বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রে কর্মরত ক‚টনীতিকদের মার্কিন আইনপ্রণেতা এবং দক্ষিণ আফ্রিকার ক‚টনীতিকদের সঙ্গে আলোচনার নির্দেশ দিয়েছে। ওই বার্তায় বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার চলমান মামলাটি অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ অন্যান্য গুরুতর পরিণতির দিকে নিয়ে যেতে পারে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, আমরা আপনাদের অনুরোধ করছি, কেন্দ্রীয় ও অঙ্গরাজ্য পর্যায়ের আইনপ্রণেতাদের সঙ্গে, গভর্নর ও ইহুদি সংগঠনগুলোর মাধ্যমে অবিলম্বে কাজ করুন, যাতে দক্ষিণ আফ্রিকা তাদের ইসরায়েলবিরোধী নীতি পরিবর্তন করে। হামাসকে সমর্থন ও আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার মতো কাজগুলো তাদের জন্য বড় মূল্য নিয়ে আসবে।