ফটিকছড়ি প্রতিনিধি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফটিকছড়ি পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল, জিয়াফত ২৯ মে সন্ধ্যায় দলটির উপজেলা কার্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক সরওয়ার আলমগীর। তিনি বলেন, যে জিয়াউর রহমানের জন্ম না হলে এদেশে ৭১ সালে স্বাধীনতার ঘোষণা হতো না, সেই জিয়াকে ষড়যন্ত্র করে ১৯৮১ সালের ৩০ মে দিবাগত রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী উচ্চাবিলাসি সৈনিকরা নির্মমভাবে হত্যা করে। অথচ তার সততা, নিষ্ঠা, গভীর দেশপ্রেম, পরিশ্রমপ্রিয়তা, নেতৃত্বের দৃঢ়তা প্রভৃতি গুণাবলি এদেশের গণমানুষের হৃদয়কে স্পর্শ করেছিল।
তিনি বলেন, ষড়যন্ত্র করে জিয়াউর রহমানের নাম মুছে ফেলত পারেনি। নতুন করে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে দেশের জনগণ ঐক্যবদ্ধ। ইতিমধ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ‘আগামী ডিসেম্বরে নির্বাচন দেওয়ার জন্য, অথচ স্বৈরাচারী আ.লীগ সরকারের পতনের পর অর্ন্তর্বতীকালীন সরকার নির্বাচন নিয়ে কেন ধীরগতি এগুচ্ছেন তা দেশের জনগণ জানে। অতএব তৃণমূল নেতা-কর্মীদের পক্ষ থেকে বলতে চাই, অচিরেই নির্বাচন ঘোষণা করুন, কারণ ভোটবঞ্চিত দেশের মানুষ ভোট দিকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহবায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে সদস্য সচিব আবুল কালাম আজাদ ও মনুসুর আলম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, মহিউদ্দিন আজম তালুকদার, ফরিদুল আলম, নাছির উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বজল আহমেদ, মুনসুর আলম চৌধুরী, মহিবুল্লাহ বাহার, আব্দুল চৌধুরী, বেলাল উদ্দিন, নাছির, জসিম উদ্দিন নান্নু, সাহাবুদ্দিন মিন্টু, রশিদ চৌধুরী, আবু সালেহ, নজরুল ইসলাম, দিদারুল ইসলাম, মাহবুবুল আলম, মো. বাছেক, শামীম আলমগীর রুবেল, মো. এমদাদ, মো. ইব্রাহিম, মো. আবছার, মো. এরশাদ, মো. ইসমাইল, মো. সহিদুল প্রমুখ।