গণফোরামে যোগদান উপলক্ষে সংর্বধনা

36

গণফোরাম চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে গত ১০ অক্টোবর বিকাল ৪টায় তরুণ ও প্রবীণ রাজনীতিক ব্যক্তিদের গণফোরামে যোগদান উপলক্ষে সংবর্ধনা সভা সংগঠনের দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে সভাপতি মুজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণফোরাম কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক এডভোকেট জানে আলম। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির আইন মানবাধিকার বিষয়ক সম্পাদক আব্দুর রহমান জাহাঙ্গীর। চট্টগ্রাম মহানগর দপ্তর সম্পাদক ডা. মোহাম্মদ আলাউদ্দীন ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠিত সংর্বধনা সভায় নবাগতদের অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন গণফোরাম চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি রতন ব্যানার্জী, চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি মনসুর মাহমুদ খান, মো. ফসিউল আলম, নিলিমা বড়ুয়া, রণজিত শিকদার, আদিল আহম্মেদ মজুমদার, ডা. আশিষ বড়ুয়া। যোগদানকারীদের বক্তব্য রাখেন মো. হাসান বাহাদুর, মো. কবির হোসেন, মো. রাজু, মো. মীর সাব্বির, মো. নজরুল ইসলাম, মো. ফরিদ উদ্দীন, মো. বেলাল হোছাইন শান্তসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি