গণপূর্ত ভবনে হামলার ঘটনায় আহত ২

4

নিজস্ব প্রতিবেদক

নগরীর আগ্রাবাদ গণপূর্ত ভবন এলাকায় ঠিকাদার সমিতির অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় একজন ঠিকাদারসহ দু’জন গুরুতর আহত হয়েছেন। গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। এসময় হামলায় আহত ঠিকাদার জাহাঙ্গীর আলম (৩২) এবং সমিতির অফিসের এক কর্মচারিকে নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নগর পুলিশের উপ পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান জানান, ‘গণপূর্ত অফিসের কম্পাউন্ডের ভেতরে ঠিকাদার সমিতির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় একজন ঠিকাদার আহত হয়েছেন। আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের কয়েকজনকে শনাক্ত করেছি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, এস এম পারভেজ নামে এক ব্যক্তি, সম্ভবত তিনিও একজন সাবেক ঠিকাদার, তারপক্ষের লোকজন হামলার ঘটনা ঘটিয়েছে।
গণপূর্ত বিভাগ ঠিকাদার সমিতির নেতা হাসান মজুমদার শাকিল জানান, দুপুর দেড়টার দিকে হঠাৎ পারভেজের লোকজন ঢুকে হামলা করে। তারা সমিতির অফিসের আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি জাহাঙ্গীরকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এসময় কর্মচারীকেও মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুমন ও জালালের নেতৃত্বে হামলার সময় মাসুম, তমাল, রিয়াজ, সায়েম, জিসানসহ আরও কয়েকজন অংশ নেয়। তবে অভিযোগের বিষয়ে এস এম পারভেজ জড়িত নন বলে জানান।