বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র যুক্তরাষ্ট্র শাখার সাবেক উপদেষ্টা ও চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সামছুউদ্দীন সাহাব এর সন্দ্বীপে আগমনকে কেন্দ্র করে সোমবার সকালে হাজারো নেতাকর্মী ও সমর্থকের ঢল নামে। পরে প্রায় ৫০০ মোটরবাইকের বিশাল মিছিল নিয়ে আলহাজ্ব সামছুউদ্দীন সাহাব স›দ্বীপের বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তিনি রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনগণের সঙ্গে যোগাযোগ ও প্রচার চালান।
গণসংযোগকালে নেতাকর্মীদের উদ্দেশ্যে সামছুউদ্দীন সাহাব বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিভক্তি নয়, ঐক্যই পারে বিএনপিকে বিজয়ে পৌঁছে দিতে। দলীয় আদর্শে অবিচল থেকে ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে জনগণের পাশে থাকতে হবে। আসন্ন সময় হবে আন্দোলনের সময়, তাই প্রত্যেক কর্মীকে মাঠে থাকতে হবে। গণসংযোগ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি











