বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্র পূনরুদ্ধারের যে আন্দোলন চলছে সেই আন্দোলন এখনো চলমান আছে। একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত গণতান্ত্রিক সরকার ক্ষমতায় অধিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে।
গতকাল শনিবার বিকাল ৫ টায় ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রাম বিমান বন্দরে অবতরণ করার পর তাকে স্বাগত জানিয়ে উপস্থিত সমবেত স্বতঃস্ফ‚র্ত বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যে তিনি এসব কথা কলেন।
আবদুল্লাহ আল নোমান বলেন, গণতন্ত্রে প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত। কারণ নির্বাচন বিলম্বিত হলে পরাজিত শক্তি নতুন করে মাথাচাড়া দিয়ে উঠবে। বর্তমান সরকারকে ব্যর্থ করে দিতে নানামুখী চক্রান্ত চলছে। এই ষড়যন্ত্র ও চক্রান্ত সম্পর্কে বিএনপি নেতা-কর্মীদেরকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহব্বায়ক অ্যাড. আবদুস সাত্তার, সাংবাদিক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. সিদ্দিক আহমেদ চৌধুরী,হালিশহর থানা বিএনপির সভাপতি মোশারফ হোসেন ডিপ্টি, সাধারণ সম্পাদক জাহাংগীর আলম, সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদ কবির, উত্তর হালিশহর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ জামাল, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আরজু, দক্ষিণ কাট্টলী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিউল্লাহ। উত্তর আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির আহব্বায়ক ফরিদুল আলম, সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি খাজা আলাউদ্দিন, সাধারণ সম্পাদক আশরাফ খাঁন, রামপুর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইবনুল হাসান, সাধারণ সম্পাদক আলী হায়দার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি