গণজোয়ার তৈরি করতে হবে শাহজাহান চৌধুরীর পক্ষে

1

শহীদুল ইসলাম বাবর, সাতকানিয়া

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইসলামী আন্দোলনের প্রার্থী নির্বাচিত হলে দেশে জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। জামায়াত একটি আদর্শিক সংগঠন, যা দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সেই দলের পক্ষে সাতকানিয়া-লোহাগাড়া আসনে জনগণের পরিক্ষিত বন্ধু শাহজাহান চৌধুরীকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। দলের সর্বস্তরের দায়িত্বশীল ও কর্মী, সমর্থকদের প্রধান দায়িত্ব হলো শাহজাহান চৌধুরীর পক্ষে জনগণের মন জয় করা। সৎ ও যোগ্য প্রার্থী শাহজাহান চৌধুরীর পক্ষে গণজোয়ার তৈরি করতে হবে।
তিনি গতকাল শুক্রবার সকালে জামায়াতে ইসলামীর চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক ও লোহাগাড়া) সংসদীয় আসনের জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণা উপলক্ষে সাতকানিয়ার একটি মিলনায়তনে দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, মাওলানা মুহাম্মদ শাহজাহান, মহানগর জামায়াতের আমীর ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, অধ্যাপক জাফর সাদেক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মুহাম্মদ ইসহাক, দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোহাম্মদ নুরুল্লাহ, ড. হেলাল উদ্দিন মুহাম্মদ নোমান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া,অ্যাডভোকেট আবু নাছের, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মুহাম্মদ নুর হোসাইন, দক্ষিণ জেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা আবুল ফয়েজ, ডা. আব্দুল জলিল ও দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি আসিফ উল্লাহ আরমান।
এছাড়াও উপস্থিত ছিলেন লোহাগাড়া জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন, সাতকানিয়া পৌরসভার আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, লোহাগাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কালাম ও দক্ষিণ জেলা জামায়াতের শুরা সদস্য এম. ওয়াজেদ আলী।
কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, আজকে শাহজাহান চৌধুরীকে প্রার্থী ঘোষণার জন্য জামায়াতের সেক্রেটারি জেনারেল এসেছেন, তিনি প্রার্থী ঘোষণা করেছেন। কিন্তু শাহজাহান চৌধুরী শুধুমাত্র একজন প্রার্থী নন। তিনি শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর প্রার্থী। নিজেদের মধ্যে কোন ধরনের অনৈক্য সৃষ্টি না করে ঐক্যবদ্ধ ভাবে অতীতের ন্যায় এবারও সাতকানিয়া-লোহাগাড়ার গণমানুষের নন্দিত নেতা শাহজাহান চৌধুরীকে এমপি নির্বাচিত করে জাতীয় অঙ্গনে কাজ করার সুযোগ দেওয়ার জন্য দায়িত্বশীলদের প্রতি আহবান জানাই।
অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহজাহান বলেন, এই জনপদ হচ্ছে শহীদের রক্তস্নাত জনপদ। এই জনপদের মানুষ ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজপথে জীবন দিতেও পিছপা হয়নি। আগামীতে যে ব্যালট বিপ্লব আসছে, সেই বিপ্লবে আমাদেরকে অবশ্যই বিজয়ী হতে হবে। প্রতিটি ঘরে ঘরে গিয়ে জামায়াত ইসলামীর প্রার্থীর কথা তুলে ধরতে হবে। আগের চাইতে আরও বিপুল ভোটে শাহজাহান চৌধুরীকে বিজয় করতে হবে। এই অঞ্চলে ইসলামের বিজয় অবশ্যই হবে।