মিরসরাই প্রতিনিধি
বিগত জুলাই ও আগস্টের ছাত্রজনতার গণঅভ্যূত্থানে নিহত ও আহতদের স্মৃতিচারণ ও শ্রদ্ধাজ্ঞাপনে মিরসরাইয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্মরণসভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খানের সঞ্চালনায় সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের বিশিষ্ট নজরুল গবেষক ও শিক্ষাবিদ ড. কামাল উদ্দিন।
বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, মিরসরাই উপজেলা বিএনপির আহŸায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির, বৈষম্যবিরোধী ছাত্রনেতা মিনহাজ উদ্দিন, আসাদুজ্জামান, পৌর বিএনপির আহবায়ক মহি উদ্দিন, ইসলামী আন্দোলনের নেতা মুফতি মহি উদ্দিন, ইসলামী আন্দোলন মিরসরাই উপজেলার সভাপতি মাওলানা রিদওয়ান, নয়া দালানের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম, মাহবুবুর রহমান পলাশ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্য সচীব মোহন দে।
আলোচনায় বক্তাগণ বৈষম্যবিরোধী আন্দোলনের পূর্বে দীর্ঘ ১৫ বছর বিগত আওয়ামী লীগ সরকারের নানা অন্যায়, জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করাসহ গণ অধিকার বঞ্চিত নানা বৈষম্যের কথা উপস্থাপন করে গণঅভ্যূত্থানের এই চেতনা ধারণ করে আগামীতে সবাইকে এর থেকে শিক্ষা নেওয়ার উপর গুরুত্বারোপ করা হয়।