গণঅভ্যুত্থানে হত্যাকারীদের বিচার চেয়ে বিক্ষোভ

1

আওয়ামী নৈরাজ্য ও ছাত্র জনতার অভ্যুত্থানে গণ-হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগরের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগরের সংগঠক ডা. রাজীব বিশ্বাসের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে শত শত নেতাকর্মী।
বিক্ষোভে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিলে যোগ দেয় যুবদলের নেতাকর্মীরা। মিছিলটি বাকলিয়া এক্সেস রোড হয়েছে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চন্দনপুরা এক্সেস রোডের মুখে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল শেষে চট্টগ্রাম মহানগর যুবদলের সংগঠক ডা. রাজীব বিশ্বাস বলেন, ফ্যাসিবাদ যতক্ষণ পর্যন্ত চিরতরে নির্মূল হয়ে যায়নি, ততক্ষণ আমাদের এই সংগ্রাম চলবে। বিগত সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়েও জিয়ার আদর্শ থেকে সরে যাইনি, ভবিষ্যতেও আদর্শ নিয়ে এগিয়ে যাবো।
মিছিলে চান্দগাঁও থানা যুবদলের যুগ্ম আহব্বায়ক সাবের আহমেদ (মানিক), সহ সভাপতি মোহাম্মদ বাহাদুর খান, যুব সংগঠক মোহাম্মদ ইউনুস, মোহরা যুবদলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ রিয়াজ উদ্দিন, বায়েজিদ থানা যুবদলের যুব সংগঠক শাহরিয়ার কবির, কোতোয়ালী থানা যুবদলের যুব সংগঠক রুহুল আমিন, চকবাজার যুবদল নেতা দেলোয়ার, মো. আফসার, বাকলিয়া থানা যুবদলের সংগঠক জাকির পলাশ, রিপন আলমগীর প্রমুখ অংশ নেন। বিজ্ঞপ্তি