১৯৯২ সালে প্রিমিয়াম লিগ নামকরণের পর একবারও ট্রফি জিতে পারেনি লিভারপুল। অথচ প্রতিযোগিতাটি যখন ইংলিশ প্রথম বিভাগ নামে ছিল, তখন জিতেছিল রেকর্ড ১৮বার। বহু বছরের আক্ষেপ এবার ঘুচানোর সুযোগ অলরেডদের সামনে। কিন্তু হাতছোঁয়া দূরত্বে থাকা প্রিমিয়ার লিগের শিরোপা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে করোনাভাইরাস আতঙ্কে। স্থগিত হয়ে যাওয়া লিগ যদি আর শুরু না হয়, তাহলে?
এই প্রশ্নের উত্তর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাম। তাদের খবর, প্রিমিয়ার লিগের খেলা আর মাঠে না গড়ালে চ্যাম্পিয়ন হয়ে যাবে লিভারপুল। দ্য ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) বিষয়টি নিয়ে নাকি প্রাথমিক আলোচনা সেরে রেখেছে।