খেলার মাঠে বহুতল ভবন নির্মাণ বন্ধে ক্রীড়া প্রতিবাদ

1

নগরের পাথরঘাটায় ১৮৫৩ সালে প্রতিষ্ঠিত সেন্ট প্লাসিডস স্কুল এন্ড কলেজের মাঠ ২০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী মাঠ। এটি গীর্জার মাঠ নামেও পরিচিত। এই মাঠটি স্কুলের বিভিন্ন কার্যক্রম, যেমন: খেলাধুলা, সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয়। সম্প্রতি মাঠটিতে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়, কিন্তু স্থানীয় জনগণ ও প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিবাদের কারণে তা বন্ধ করে দেওয়া হয়। খেলার মাঠে বহুতল ভবন নির্মাণ বন্ধে ‘ক্রীড়া প্রতিবাদ’ শিরোনামে নামে গত ৪ জুলাই এই মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। ৩১, ৩২, ৩৩, ৩৪নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ে খেলোয়াড়রা এতে অংশগ্রহণ করেন। ব্যানার নিয়ে দাঁড়িয়ে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান খেলোয়াড় ও আগত অতিথিরা। এতে সভাপতিত্ব করেন আমির রহমান মিয়া, প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইসমাইল বালি। বিশেষ অতিথি ছিলেন রাজনীতিবিদ জাকির হোসেন, হামিদ হোসেন, বিস্তারণ সংগঠনের সম্পাদক নূর মোহাম্মদ। উপস্থিত ছিলেন জাতীয় দলের খেলোয়াড় আতিকুর রহমান ফাহাদ, সাংবাদিক কমল দাশ, সাংবাদিক এম হায়দার আলী, মো. শাহেদ আবু নাছের, মো. তারেক, মো. রাজু, মনোজ কুমার, কামরুল, আনিসুজ্জামান, মাজারুল হক, হামিদুর, আজিজুর, হাশেম, মো. রুবেল, আনিস হাসান, তানিম, আকিব সরওয়ার, বাদশা, জসিম, ফায়াজ প্রমুখ। বিজ্ঞপ্তি