খেলাধুলা তরুণদের মেধার উন্মেষ ঘটায়-সুফিয়ান

1

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার চর্চা তরুণদের মাদক, সন্ত্রাস সহ সকল সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে তরুণদের মেধার উন্মেষ ঘটানো সম্ভব। খেলাধুলা একজন তরুণকে শৃঙ্খলাবোধ, অধ্যবসায় শেখায়, তার মধ্যে দায়িত্ববোধ ও কর্তব্যপরায়ণতা তৈরি করে।
গতকাল ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় ৪নং চান্দগাঁও ওয়ার্ডস্থ গ্যাস কলোনী ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, চান্দগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভুঁইয়া, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ম. হামিদ, চান্দগাঁও থানা যুবদলের সাবেক আহবায়ক গোলজার হোসেন, মহানগর যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম। ৪নং চান্দগাঁও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চান্দগাঁও থানা বিএনপি নেতা সালামত আলী।