চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, একটি সমাজ ও একটি রাষ্ট্রের ভবিষ্যত সম্পদ হলো তরুণ সমাজ। সমাজ ও রাষ্ট্রের উন্নতি-সমৃদ্ধি নির্ভর করে তাদের ওপর। আজকের যুবকরাই পরিচালনা করবে আগামীর সমাজ, রাষ্ট্র ও জাতিকে। তাই যুবকদের মাদক, দুর্নীতিমুক্ত আদর্শবান মানুষ হতে হবে। এর জন্য আমাদের যুবকদের দরকার নিয়মিত খেলাধুলা করা। কারণ খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে। নৈতিক মূল্যবোধ অবক্ষয় থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই। শৃঙ্খলা, ভাতৃত্ব, স¤প্রীতি সৃষ্টিতেও খেলাধুলা অনেক বেশি প্রয়োজনীয়। নিয়মিত খেলাধুলা শরীর ও মনকে প্রফুল্ল রাখে। খেলাধুলায় ব্যস্ত থাকলে যুব সমাজ বিপথে পরিচালিত হওয়ার সম্ভাবনা থাকে না। তিনি আরোও বলেন, দেশের প্রতিটি সংকট মুহূর্তে তরুণরাই সর্বপ্রথমে এগিয়ে এসেছে। যা আমরা ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে এবং বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে দেখেছি।
আগামীতেও একটি সুন্দর ও শান্তির বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজ অগ্রণী ভূমিকা রাখবে। ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) ৪নং চান্দগাঁও ওয়ার্ডস্থ কোদালকাটা যুব সমাজ একতা সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, সাবেক সদস্য জসিম উদ্দিন, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নিজামুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হক মাসুদ, মো. আলম, মো. নবী, আনিসুজ্জামান, আব্দুর রশিদ, মো. ফারুক, মো. সাইফু প্রমুখ।
খেলা শেষে অথিতিরা বিজয়ী ও বিজীত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। টুর্নামেন্টে জিলানী বাজার একাদশ চ্যাম্পিয়ন এবং সাবানঘাটা একতা সংঘ রানার্সআপ হয়।