খেটে খাওয়া মানুষদের পাশে এনামুল

41

করোনাভাইরাসে চরম বিপদে পড়া ঘরবন্দি খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন ক্রিকেটার এনামুল হক। এ উইকেটকিপার-ব্যাটসম্যান চাল, ডাল ও তেলের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করছেন। এনামুলের বাসা মিরপুরে। সেখানকার আশেপাশের গরিব-অসহায় লোকদের নিত্যপ্রয়োজনীয় পণ্য দিয়ে সহায়তা করছেন এনামুল। অন্য অনেকের মতো সংখ্যা দিয়ে দানের হিসাব করতে চান না তিনি। যতক্ষণ পারবেন অসহায়দের সাহায্য করে যাবেন ডানহাতি এই ব্যাটসম্যান। গণমাধ্যমকে জানিয়েছেন তেমনটাই, ‘মিরপুরের আশপাশে দিচ্ছি। কতটুকু দিয়েছি বা কতটুকু দেবো, সেটা বলতে পারছি না। যতটুকু পারি করব। একসঙ্গে ৫ ব্যাগও দিচ্ছি, আবার ১০ ব্যাগ কিংবা ৩০ ব্যাগ করেও দেওয়া হচ্ছে। কতখানি দিচ্ছি, সেটা ব্যাপার নয়। আমার দ্বারা কারও উপকার হলেই আমি খুশি।’