খেজুরতলিতে জেলেপল্লী উচ্ছেদ বন্ধের দাবিতে মানববন্ধন

1

বিকল্প ব্যবস্থা না করে বেড়িবাঁধ থেকে জেলে পরিবারকে উচ্ছেদ বন্ধের দাবীতে মানববন্ধন করেছে জেলেরা। গতকাল পাহাড়তলী থানা এলাকার কাট্টলী উপকূলীয় এলাকার খেজুরতলি ঘাটে ভুক্তভোগী জেলারা এ মানববন্ধন করেন। পাহাড়তলি থানা উপকূলীয় মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে জেলে সমীরন দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রম সংস্কার কমিশনের সদস্য টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম, সুকান্ত দত্ত, ননী গোপাল দাস ও নারায়ন দাশ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, পানি উন্নয়ন বোর্ডের তৈরিকৃত বাঁধের উপর বিগত ৮-১০ বৎসর যাবত কাঁচা ঘর তৈরি করে জেলেরা মৎস্য আহরনের মাধ্যমে যাবতীয় সরঞ্জামাদি সংরক্ষণ বসবাস করে আসছে। বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়, ঝড়-ঝঞ্জা উপেক্ষা করে এবং প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে সাগর থেকে মাছ সংগ্রহ করে মানুষের দৈনন্দিন চাহিদা মেটায়। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড মাইক দিয়ে ঘোষণা দিয়েছেন, জেলেদেরকে তাদের ভিটা ছেড়ে চলে যেতে হবে। এ ধরনের অমানবিক কাজ করা থেকে বিরত থাকার সরকার এবং পানি উন্নয়ন বোর্ডের প্রতি আহবান জানান। শ্রমিকনেতা তপন দত্ত বলেন, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসার মত বাসস্থান প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। সুতরাং বিকল্প থাকার ব্যবস্থা না করে কোন জেলে পরিবারকে উচ্ছেদ করার চেষ্টা করা হলে সেটা মেনে নেয়া হবে না। বিজ্ঞপ্তি