খুৎবাতুল জুমু’আ গ্রন্থের প্রকাশনা উৎসব

1

বিশিষ্ট লেখক-গবেষক, শিক্ষাবিদ ড. মাওলানা মুহাম্মদ ইসমাঈল নোমানীর বাংলায় ভাষায় ব্যাখ্যা ও বিশ্লেষণসমৃদ্ধ অনবদ্যগ্রন্থ “খুৎবাতুল জুমু‘আ” প্রকাশনা উৎসবে প্রধান অতিথি জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ ফকিহে মিল্লাত আল্লামা মুফতি সৈয়্যদ মুহাম্মদ অসিয়র রহমান আল-কাদেরী বলেন, মসজিদে নববী শরীফের মিম্বর থেকে প্রিয় রাসূল (দ.) সাপ্তাহিক নামাজে জুমু‘আ’র পুর্বে খুৎবার যে শিক্ষা-দর্শন দিয়ে গেছেন তা-ই আবহমানকাল ধরে অনুসরণ হয়ে আসছে। গত ২ জুন নগরীর বিবিরহাটস্থ তাজুশ শরীয়াহ্ মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত ‘খুৎবাতুল জুমু‘আ’ গ্রন্থের প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন হালিশহর মাদ্রাসা-এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নীয়ার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম রিজভী। অনুষ্ঠানে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন খুৎবাতুল জুমু’আ গ্রন্থ প্রণেতা, আল-আমিন বারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা মুহাম্মদ ইসমাঈল নোমানী। আ’লা হযরত ফাউন্ডেশন বাংলাদেশের অর্থ সম্পাদক মুহাম্মদ এরশাদ খতিবীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাসিক তরজুমান’র সহকারী সম্পাদক আবু নাছের মুহাম্মদ তৈয়ব আলী। বিশেষ অতিথি ছিলেন তাজুশ শরীয়া দরসে নেজামী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, লেখক গবেষক মাওলানা মুহাম্মদ নেজাম উদ্দিন, গহিরা এফকে জামেউল উলুম কামিল মাদরাসার মুফাসসির মাওলানা গিয়াস উদ্দিন কাদেরী, আশেকানে আউলিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা শেখ মুহাম্মদ আরিফুুর রহমান, কমালে ইশকে মোস্তফা (দ.) ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা কাজী মুহাম্মদ আমিন উল্লাহ, প্রভাষক মাওলানা জহির উদ্দিন তুহিন প্রমুখ। বিজ্ঞপ্তি