খুলশী থানা শ্রমিকদলের উদ্যোগে ছাত্র আন্দোলনে শহিদ ছাত্রদের রুহের মাগফেরাত, আহতদের সুস্থতা কামনা ও বন্যায় নিহতদের রুহের মাগফেরাত এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহাফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে দলীয় কার্যালয়ে খুলশী থানা শ্রমিক দলের সভাপতি মিঠু ইসলাম উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় শ্রমিক বিষয়ক সম্পাদক ও বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিমউদ্দীন। প্রধান বক্তা ছিলেন বিভাগীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার। বক্তব্য রাখেন বিভাগীয় শ্রমিকদল নেতা সাবেক শ্রমিকদল যুব কমিটির আহবায়ক বিপ্লব, যুগ্ম-আহবায়ক বোরহান উদ্দীন, যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম সোহাগ, খুলশী থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিউল প্রমুখ। বিজ্ঞপ্তি