নিজস্ব প্রতিবেদক
নগরীর খুলশী থানাধীন জাকির হোসেন রোডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গতকাল মঙ্গলবার চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে জাকির হোসেন রোড ও জিইসি মোড় হতে আকবর শাহ এলাকার রাস্তার উভয় পার্শ্ব ও ফুটপাত থেকে ৫০টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ৪ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেন। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।