বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ বলেছেন, সর্বসাধারণের নিকট ইসলামের দাওয়াত পৌঁছানোর লক্ষ্যে সংগঠনকে ব্যাপক প্রসার করে গণনভিত্তি রচনা করতে হবে। সামাজিক কর্মকান্ড ও সমাজসেবা মূলক কাজের মাধ্যমে ও দাওয়াতি কাজ করা দরকার।
তিনি আরও বলেন, মাঠে ময়দানে তৃণমূল পর্যায়ে সংগঠনকে মজবুত ও সম্প্রসারণ করার লক্ষ্যে ব্যাপক ইউনিট ও সাধারণ ইউনিট গঠন করতে হবে। ব্যাপক কর্মী বৃদ্ধি ও সহযোগী বৃদ্ধি করতে হবে। খুলশী থানার এক দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। খুলশী থানা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মুহাম্মদ আলমগীর ভুঁইয়ার সভাপতিত্বে স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলশী থানা জামায়াতের নায়েবে আমীর আইয়ুব আলী হায়দার, থানা সেক্রেটারি মুহাম্মদ আমান উল্লাহ, মুহাম্মদ দেলোয়ার হোসেন, একরামুল হক, মুহাম্মদ মুহিব উল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি