নিজস্ব প্রতিবেদক
নগরীর খুলশী জালালাবাদ কাঁঠাল বাগান এলাকার রূপসী পাহাড় কেটে স্থাপনা নির্মাণে ভূমি মালিকের বিরুদ্ধে মামলার আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল অভিযান পরিচালনা শেষে এ আদেশ দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হুসেইন মোহাম্মাদ। এসময় ৩ শ্রমিককে আটক করা হয়। পাহাড় কেটে আরসিসি পিলার তোলার সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন খুলশী থানাধীন জালালাবাদের বড়ই বাগান এলাকার জামালের বাড়ির বাসিন্দা মো. ইসলামের ছেলে মো. ফারুকুল ইসলাম (২৫), একই এলাকার আধারমানিকের হারুনের বাড়ির মো. হারুনের ছেলে মো. মিজান (৩৫), জালালাবাদ মুক্তিযোদ্ধা নবী সাহেবের কলোনির মৃত মো. আবুল কাশেম খা এর ছেলে মো. মঈনুদ্দিন (৩০)।
শ্রমিকরা জানায়, স্থানীয় বাসিন্দা মুুজিবুর রহমানের নির্দেশে দৈনিক মজুরিতে পাহাড় কাটছিলেন। পরে ভবিষ্যতে পাহাড় না কাটার শর্তে তাদের মুচলেখায় ছেড়ে দেওয়া হয় এবং ভূমি মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া নির্দেশ দেন।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক রুবাইয়াত তাহরিম সৌরভ বলেন, খবর পেয়ে আমরা পরিদর্শনে যাই এবং পাহাড় কাটার সত্যতা পাওয়া যায়। ঘটনাস্থলের প্রয়োজনীয় তথ্য সংগ্রহপূর্বক ভূমি মালিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং এর সাথে জড়িত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ সময় জোন কমিটির জোন কমিটি-৪ এর সদস্য ও পরিবেশকর্মী মো. শফিকুল ইসলাম খান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম, পরিদর্শক সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।