জাতীয় ক্রীড়া লিগের তৃতীয় দিন শেষে ড্রয়ের দিকে যাচ্ছে ঢাকা ও রংপুর বিভাগের ম্যাচ। খুলনায় স্বাগতিকদের কাছে হারের মুখে পড়েছে মুশফিকের রাজশাহী বিভাগ। বগুড়ায় সিলেট বিভাট বিভাগের বিপক্ষে ঢাকা মেট্রোকে একাই টেনে নিয়ে যাচ্ছেন মাহমুদউল্লাহ এবং ফতুল্লায় বরিশালের বিপক্ষে ১৯০ রান লিড নিয়ে দিন শেষ করেছে চট্টগ্রাম বিভাগ।
সাইফ হাসানের অপরাজিত ২২০ রানের ইনিংসে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮ উইকেটে ৫৫৬ রান তুলেছিল ঢাকা বিভাগ। পরে ব্যাটিংয়ে নেমে লিটন দাসের পর নাঈম ইসলামের সেঞ্চুরিতে জবাবটা দারুণ দিচ্ছে রংপুর বিভাগও। তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ৩৩৪ রান তুলেছে তারা। তাতে ড্রয়ের দিকে যাচ্ছে ম্যাচ। যদিওবা এখনো ২২ রানে পিছিয়ে উত্তরাঞ্চলের দলটি। জাতীয় ক্রিকেট লিগে নেমেই লিটন খেলেছেন ১২২ রানের ইনিংস। এ ওপেনারকে ছাড়িয়ে গেছেন মিডলঅর্ডার ব্যাটসম্যান নাঈম। ১২৪ রান করে আছেন অপরাজিত।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জয়ের সুবাস পাচ্ছে স্বাগতিক দল। রাজশাহীকে হারাতে হলে আজ ম্যাচের চতুর্থ ও শেষদিনে দ্বিতীয় ইনিংসে খুলনাকে করতে হবে ১০৮ রান। হাতে ৯টি উইকেট।
৪৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা রাজশাহী গুটিয়ে যায় ১৭০ রানে। তাতে নাগালেই থাকে খুলনার লক্ষ্য। ১২৩ রান তাড়া করতে নেমে পড়ন্ত বিকেলে এনামুল হক বিজয়ের উইকেট হারিয়ে ১৫ রান তুলেছে তারা। খুলনার আল-আমিন ও আব্দুর রাজ্জাক নেন চারটি করে উইকেট। দুটি উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান।
সিলেটের বিপক্ষে অপরাজিত ৯৫ রানের ইনিংসে ঢাকা মেট্রোকে ম্যাচে রেখেছেন মিডলঅর্ডারের ভরসা মাহমুদউল্লাহ রিয়াদ ।
বগুড়ায় জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডে টায়ার-২ এর ম্যাচটিতে প্রথম ইনিংসে ২৪৬ তুলেছিল ঢাকা মেট্রো। সিলেট বিভাগ প্রথম ইনিংসে ৩১৯ তুলে ৭৩ রানে লিড নেয়। শনিবার দ্বিতীয় ইনিংসে নেমে বিপর্যয়ে পড়ে মেট্রো। মাহমুদউল্লাহ ত্রাতার ভূমিকায় লড়াই জমিয়ে দেন। ৬ উইকেটে ২২৫ তুলে তৃতীয় দিন শেষ করেছে দলটি।
ফতুল্লায় টায়ার-২ এর অন্য ম্যাচে, ৯ উইকেট হাতে রেখে বরিশালের বিপক্ষে ১৯০ রানের লিড তুলে তৃতীয় দিন শেষ করেছে চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম প্রথম ইনিংসে ৩৫৬ রান তুলেছিল। বরিশাল বিভাগকে পরে ২১৬ রানে অলআউট করে ১৪০ রানের বড় লিড নেয়। তৃতীয় দিনে ১ উইকেটে ৫০ তুলে ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রেখেছে তারা।