খুনি যেই হোক তাকে গ্রেপ্তার করুন: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

1

রাউজান প্রতিনিধি

খুনি যেই হোক তাকে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
তিনি গতকাল মঙ্গলবার বিকেলে রাউজানে দুবৃত্তের গুলিতে নিহত নগরীর আছদগঞ্জ শুটকির আড়তদার ও রাউজানের নোয়াপাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলমের কবর কুলখানি অনুষ্ঠান ও সন্ধ্যায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষ পাড়ায় কবর জেয়ারত শেষে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ কালে এ কথা বলেন। এসময় বিএনপি নেতা নুরুল হুদা চৌধুরী, ফিরোজ আহমেদ, জসিম উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।