খুনি দুই সন্তান ও তাদের মা আটক

4

কর্ণফুলী প্রতিনিধি

কর্ণফুলী উপজেলায় নুরুল হক চৌধুরী (৬৫) নামে এক ব্যক্তিকে তার স্ত্রীর সহযোগিতায় কুপিয়ে খুন করেছে তারই দুই সন্তান। গত বুধবার রাতে নিজ বাবাকে হত্যার পর বিদেশে পালিয়ে যাওয়ার সময় ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দর এবং নিজ বাড়ি থেকে সেই দুই ভাই ও তাদের মাকে আটক করেছে পুলিশ।
আটককৃত দুই সন্তান হলেন শেখ নিজাম উদ্দিন ও মিজানুর রহমান। মিজানকে চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দর থেকে এবং নিজামকে ঢাকা শাহজালাল বিমান বন্দর থেকে আটক করা হয়। এরআগে বুধবার ঘটনার পরই তাদের মাকে আটক করা হয়েছিল।
নিহত নুরুল হক উপজেলার শাহমিরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান বাড়ির বাসিন্দা।
স্থানীয়রা জানান, দুই ছেলে প্রবাসী ছিলেন। গত ৬ ও ৭ সেপ্টেম্বর তারা দেশে ফেরেন। পারিবারিক সম্পত্তি নিয়ে নিহত নুরুল হকের সাথে গত বুধবার দুই ভাই ও তাদের মায়ের সাথে ঝগড়া হয়। এক পর্যায়ে তারা তাদের বাবা নুরুল হককে পিটিয়ে ও কুপিয়ে জখম। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানায়, খুনের ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে নিহতের দুই ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। বুধবার রাতেই গ্রেপ্তার হওয়া নিহতের স্ত্রী ও সন্তানদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।