খুনিয়াপালংয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

1

রামু প্রতিনিধি

কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিহত আইয়ুব আলী উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের এর ৪নং ওয়ার্ডের বাসিন্দা। ১৪ ফেব্রæয়ারি দুপুর কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামুর খুনিয়াপালংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি বেপরোয়া গতির প্রাইভেট কার সিএনজি ও টমটম গাড়িতে পেছন থেকে ধাক্কা দেয়। আগে প্রাইভেট কার ও সিএনজি গাড়িটি পার্শ্ববর্তী খালে পড়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত আইয়ুব আলীকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত এক দম্পতিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম প্রেরণ করা হয়েছে বলে কক্সবাজার সদর হাসপাতাল সূত্রে জানা গেছে।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমন কান্তি চৌধুরী এ দুর্ঘটনায় আইয়ুব আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।