নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরে তার সর্মথকদের হাতে রাষ্টপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে চট্টগ্রামে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ হয়েছে। এ সময় তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সন্ত্রাসী সংঠন আখ্যা দিয়ে ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন।
গতকাল সন্ধ্যায় লালদীঘি এলাকায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। এ সময় বক্তারা বলেন, ফ্যাসিষ্টবিরোধী জুলাই গণআন্দোলনে ছাত্রদের রক্ষা করেছিলেন আলিফ। এ কারণে ইসকনের সদস্যরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। যারা এ হত্যাকান্ডে ছিল ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। এ সময় তারা সহকর্মী আলিফ নিহতের প্রতিবাদে বুধবার সকালে সোনালী ব্যাংক চত্বরে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দেন।
চট্টগ্রাম আদালতের আইনজীবী শওকাতুল ইসলাম বলেন, ইসকনের সদস্যরা আইনজীবী সাইফুল ইসলামকে আদালত এলাকা থেকে ধরে পাশের রঙ্গম কনভেশনের পিছনে নিয়ে যায়। সেখানে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় জড়িত চিন্ময় দাসের অনুসারীদের গ্রেপ্তারের দাবি জানাই। পাশাপাশি ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। না হয় লাগাতার কর্মসূচি ঘোষণা করবেন চট্টগ্রামের আইনজীবীরা।
চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট
শরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, আওয়ামী লীগের লোকরাই ইসকনের নামে তান্ডব চালিয়েছে। অ্যাডভোকেটদের মধ্যে আওয়ামী লীগের লোকরা ছিল কোর্ট বিল্ডিংয়ে। আমরা হিন্দু-মুসলিম বুঝি না। দলীয় অ্যাডভোকেটরা যদি তান্ডব করতে নিষেধ করতো, তাহলে আজ এসব হতো না। আমরা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও বিচার চাই।
একই দাবিতে গতকাল নগরীর নিউমার্কেট এলাকায় হাজার হাজার মানুষ এ বিক্ষোভে অংশ নেন। এ সময় আইনজীবী হত্যার বিচারের দাবি ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারেরও দাবি জানান তারা।
বিক্ষোভে আসা চবির শিক্ষার্থী তুহিন বলেন, আইনজীবীকে হত্যার মধ্যদিয়ে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর আন্তর্জাতিক চক্রান্ত চলছে। দেশকে অকার্যকর করার জন্য আওয়ামী ফ্যাসিবাদের দোসররা কাজ করে যাচ্ছে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।
বিক্ষোভে অংশ নেওয়া কাউচার জানান, আমরা আগে থেকে বলে আসছি ইসকন একটি জঙ্গি সংগঠন। এদের হাতে আমাদের ভাই সাইফুল হত্যার শিকার হয়েছে। এরা দেশকে অশান্ত করার পরিকল্পনায় নেমেছে। অবিলম্বে এদের নিষিদ্ধ করতে হবে।
আদালত বর্জনের ঘোষণা আইনজীবী সমিতির : অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নিহত হওয়ার প্রতিবাদে আদালত বর্জনের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, আইনজীবী নিহত হওয়ার প্রতিবাদে সমিতির জরুরি মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে বুধবার (আজ) মহানগর দায়রা জজ, জেলা দায়রা জজ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসহ সকল আদালতের কার্যক্রম বর্জন ঘোষণা করছি। আইনজীবী হত্যাকান্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহত আইনজীবী পরিবারের সাথে কথা বলে সমিতির পক্ষে থেকে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।