খুটাখালী হামিদিয়া ফোরকানিয়া মাদরাসার পুনঃপাঠদান কার্যক্রম

5

ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের হামিদিয়া ফোরকানিয়া মাদরাসার পুনঃপাঠদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলামের নির্দেশক্রমে ৩ আগস্ট সকাল পৌনে ১১ টার দিকে ফোরকানিয়া মাদরাসায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে পুনরায় পাঠদান কার্যক্রম চালু করেন ঐ মাদরাসার পরিচালনা কমিটি।
শিক্ষাবিদ অধ্যক্ষ এসএম মনজুর ও খুটাখালী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান যৌথ প্রচেষ্টায় সৃষ্ট দ্ব›দ্ব নিরসন, ভবিষ্যতে শিক্ষার আলো প্রসারিত করতে এবং উভয়ের সম্মতিতে মাদরাসার পাঠদান পুনরায় চালু করা হয়েছে।
জানা গেছে, উপজেলার খুটাখালী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মরহুম মাওলানা মোঃ হানিফ ১৯৬৮ সালে এতদঅঞ্চলের জন্য হামিদিয়া ফোরকানিয়া মাদরাসা প্রতিষ্ঠা করেন।
মাদ্রাসার জমি নিয়ে বিগত ২০১৭ সালে মরহুমের পুত্রদ্বয়ের মধ্যে আদালতে মামলা দায়ের করা হয়। মামলাটি দীর্ঘ বছর শুনানি শেষে গত ২৪ জুন খারিজ করেন আদালত।
তারই পরিপ্রেক্ষতি চকরিয়া ইউএনও বিষয়টি আমলে নিয়ে উভয়ের উপস্থিতিতে ফোরকানিয়া মাদরাসার কার্যক্রম যৌথভাবে একটি নিয়মিত কমিটির মাধ্যমে পরিচালনা করার তাগিদ দেন। এতে তাদেও মধ্যে দ্ব›েদ্বর অবসান ঘটে।
এসময় খুটখাালী ইউনিয়ন আ.লীগ সভাপতি জয়নাল আবেদীন, সহ সভাপতি এম বেলাল আজাদ, সাঈদ মুহাম্মদ শাহজালাল, নাছির উদ্দীন, কুতুবউদ্দিন, মাওলানা আজিজুল মান্নান, আজিজুল হক, মাহমুদুল হক, মাওলানা আবু বক্কর, সিরাজুল ইসলাম সওদাগর, মোহাম্মদ আলম, কিশলয় বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এসএম জাহাঙ্গীর, মিলেনিয়াম স্কর্লাস স্কুলের প্রধান শিক্ষক এম শাহজান চৌধুরী, ফোরকানিয়া মাদরাসার শিক্ষক মোঃ এহেছান ও মরহুম মাওলানা হানিফের দৌহিত্র ব্যাংকার মোঃ তাহমিদ উপস্থিত ছিলেন।