খুটাখালীর পীর শাহ আবদুল হাইয়ের ওফাতবার্ষিকী আজ

1

চকরিয়া উপজেলার খুটাখালীর পীর হাফেজ আবদুল হাই (রহ.) এর ৭ম ওফাতবার্ষিকী আজ। এ উপলক্ষে দু’দিনব্যাপী বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল ও তরিকত সম্মেলন আজ বুধবার শুরু হবে। শাহ আবদুল হাই রাহ. ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ মাওলানা এসএম আনোয়ার হোসাইন মাহফিল ও ত্বরিকত সম্মেলনে ভক্ত অনুরক্ত ও ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
শাহ মাওলানা হাফেজ আবদুল হাই (রহ.) ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবার খুটাখালী উচ্ছ বিদ্যালয় ময়দানে আজ বাদ জোহর আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইছালে ছওয়াব মাহফিল।
বৃহস্পতিবার বাদে ফজর খুটাখালী দরবারের পীর সাহেবজাদা মাওলানা নুর হোছাইন মাহফিলে আখেরী মোনাজাত পরিচালনা করবেন। বিজ্ঞপ্তি