ঈদগাঁও প্রতিনিধি
পাহাড়ি উজানি ঢলের পানিতে ভেসে গিয়ে হামিদা বেগম (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একইদিন রাত পৌনে ৮ টার দিকে লালগোলা ব্রিজ এলাকা থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।
গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলের দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড উত্তর ফুলছড়ি রাবারড্যাম এলাকায় এ ঘটনা ঘটে। মৃত হামিদা বেগম বর্নিত গ্রামের ফরিদুল আলমের স্ত্রী। তিনি ২ সন্তানের জননী। স্থানীয় নারী ইউপি সদস্য পারভীন আকতার এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ঐ এলাকার মো. রায়হান জানান, বৃহস্পতিবার দুপুর থেকে ভারী বৃষ্টি শুরু হলে নদীতে উজানি ঢল নামে। আচমকা বানের পানিতে লাকড়ি ধরতে গিয়ে প্রবল স্রোতে ভেসে যান হামিদা। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির একপর্যায়ে রাত পৌনে ৮ টার দিকে ইউনিয়নের লালগোলা ব্রিজ পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করে স্বজনরা।
উল্লেখ্য, পাহাড়ি ঢলের তোড়ে খুটাখালীর নিম্নাঞ্চল তলিয়ে গেছে। পানি উঠেছে আশেপাশের অন্তত বেশকটি গ্রামে। এর আগে ভারী বর্ষণে এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। খবর পেয়ে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছেন। খুটাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান জানান, দুপুর থেকে ভারী বর্ষণে তীব্র বেগে পানি বাড়তে থাকে। এতে কয়েকটি গ্রামে পানি উঠার পাশাপাশি ঐ এলাকা পানিতে তলিয়ে গেছে। তৎমধ্যে পানিতে ভেসে গিয়ে এক মহিলার মৃত্যু হয়েছে।